সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান এফসিটিবি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটরিয়ামে বিনামূল্যে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষণের বিষয়বস্তু ছিল আয়কর প্রদানে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি, কর গবেষণা, উন্নয়ন, কর ও রাজস্ব বিষয়ক প্রাথমিক ধারণা প্রদান। প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, এফসিটিবি’র উপদেষ্টা পরিষদের প্রধান মোজাফ্ফর আহমেদ, এফসিএমএ, এফসিএস, প্রফেসর আনিসুর রহমান,পিএইচ.ডি, নির্বাহী কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, এফসিএস প্রমুখ।
এফসিটিবি সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য জনগণকে করদানে উৎসাহ ও সচেতন করার লক্ষে প্রতিষ্ঠিত হয়েছে। সে লক্ষে নাগরিকদের মাঝে করদানে সচেতনতা বৃদ্ধি ও উৎসাহ প্রদান, কর বিষয়ক গবেষণা, রাজস্ব বিষয়ে সম্যখ ধারণা প্রদান, সমাজের সকল স্তরে করের ভূমিকা শীর্ষক বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে এফসিটিবি।