আইটিপি/কর আইনজীবী হতে চান?
আত্মনির্ভরশীলতা, কর্মসংস্থান এবং দেশের রাজস্ব বৃদ্ধির অপার সম্ভাবনা। আপনার ইচ্ছাই যথেষ্ট!আপনার ইচ্ছাশক্তি এবং আমাদের দক্ষতা উন্নয়ন ও প্রফেশনাল ট্রেনিং আপনার সাফল্যের মূলশক্তি। সাফল্য আসবেই, ইনশাআল্লাহ!
যারা এবার আইটিপি পরীক্ষা দিবেন বা আগামীবার পরীক্ষা দিবেন, তাদের জন্য এই আইটিপি পরীক্ষার ট্রেনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। আপনি যদি বিচক্ষণ, বুদ্ধিমান ও দূরদর্শী হয়ে থাকেন, তাহলে আজই আইটিপি/কর আইনজীবী পরীক্ষার প্রস্তুতির ট্রেনিং ক্লাসে যোগ দিন। আপনার আপনজন ও প্রিয়জনকেও এতে অংশগ্রহণ করতে উৎসাহিত করুন।
FCTB মানুষের প্রয়োজনে ও দেশের উন্নয়নে কর্মসংস্থানের জন্য বদ্ধপরিকর।
আজই রেজিস্ট্রেশন করুন, আসন সীমিত। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভর্তি চলছে।
01311189237 / 01749071687
আজই রেজিস্ট্রেশন করুন:
Google Form Link
অনলাইনে ক্লাসের সুবিধা, দেশের যে কোনো প্রান্ত থেকে অংশগ্রহণ করা যায়।
মোট ক্লাস: ১২টি, মডেল টেস্ট: ৪টি, ভাইভা ক্লাস: ২টি
FCTB স্টুডেন্ট সদস্য/এসোসিয়েট সদস্য/ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য: ৪,৫০০ টাকা মাত্র।সকল অংশগ্রহণকারীর জন্য: ৬,৫০০ টাকা মাত্র।
আপনার সাফল্যই আমাদের কাম্য।
শ্রদ্ধাভরে ও বিনয়াবনত,
FCTB ম্যানেজমেন্ট টিম
FCTB | দি ফাউন্ডেশন অব চার্টার্ড ট্যাক্সেশন অব বাংলাদেশ।
info@fctb.org.bd, chairmanfctb@gmail.com